পিসিতে কিভাবে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ও এস ইন্সটল করবেন

একটি পিসিতে কিভাবে অ্যান্ড্রয়েড আই ও এস ইন্সটল করবেন এবং পিসিকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রূপান্তর করবেন সেই বিষয় আজকের আলোকপাত করা হবে।
হাতা থাকা ছোট একটি ডিভাইস হল ফোন । আর এই ফোন মানুষের মাঝে সবচেয়ে অতিব প্রয়োজনীয় হয়ে উঠেছে এর বিশেষ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য। 
আর তাই মানুষেরা ভাবতে শুরু করেছে কিভাবে তাদের কম্পিউটারে এই অ্যান্ডেয়েড অ্যাপ্লিকেশন ইন্সটল করে ব্যবহার করতে পারেন। কিভাবে একটি পিসিতে অর্থাৎ ঊইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইন্সটল করা যায়। 
আর তাই আমি আজকের এই বিষয় আপনাদের দেখাবো কি ভাবে আপনারা  পিসিতে সম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইন্সটল করবেন। 
একই সাথে একটি পিসিতে ঊইন্ডোজ অপারেটিং এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।

এন্ড্রয়েড অপারেটিংঃ 

একটি পিসিতে কিভাবে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইন্সটল করবেন , এই বিষয়টি আজকে দেখাবো বলে আমি ব্লু স্ট্যাকস (Bluestacks) নামক একটি ও এস ব্যবহার করেছি। ব্লু স্ট্যাকস হল ঊইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুল ইন্সটল করে চালানোর জন্য একটি অ্যান্ড্রয়েড অপারেটিং প্লেয়ার।

ব্লু স্ট্যাকস (Bluestacks) পিসির জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যান্ড্রয়েড এমুলেটরঃ

এই অ্যাপ্লিকেশনটি একটি ডেস্কটপ এমুলেটর যা পিসিতে অ্যান্ড্রয়েড গেমস খেলার সম্ভবনাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এই ব্লু স্ট্যাকস (Bluestacks) অ্যাপ্লিকেশনটি  পিসির জন্য সম্পূর্ণ বিনামূল্যের অ্যান্ড্রয়েড এমুলেটর।
ব্লু স্ট্যাকস (Bluestacks) প্লেয়ারটি মাধ্যমে যে কোন অ্যান্ড্রয়েড অ্যাপ্স গুলো পিসিতে চালানো যাবে। তবে এই এমুলেটরের মূল দৃষ্টি আকর্ষণ হচ্ছে ঊইন্ডোজটিতে অ্যান্ড্রয়েড গেমসের ভিডিও গেমিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করণ।

পিসির জন্য ব্লু স্ট্যাকস (Bluestacks) প্লেয়ার সম্পর্কেঃ 

ব্লু স্ট্যাকস (Bluestacks) এমুলেটরের উদ্দেশ্য হল একটি মাধ্যমকে অন্য একটি মাধ্যমে রূপান্তরিত করা। ইন্টানেট সংযোগের ক্ষেত্রে মোবাইল  ডিভাইস গুল ডেস্কটপে ও ল্যাপটপ কম্পিউটার গুলিকে অনেকাংশে ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে এই মাধ্যমগুলির মধ্যে পার্থক্যের প্রবণতা বেড়ে যাবে কয়েকগুন। আর এর ফলস্বরূপ, লোকেরা তাদের মোবাইল ফোনেই অনলাইন গেম খেলেন। আর ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই ঊইন্ডোজ অপারেটিং এই চেয়ে বেশি বেছে নিবে অ্যান্ড্রয়েড  অপারেটিং সিস্টেমকে। ব্লু স্ট্যাকস (Bluestacks) প্লেয়ারটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে, যেকোন পিসি , ল্যাপটপ কম্পিউটারে ইন্সটল করা যাবে।
অতএব এই এমুলেটরটি বাজারের বেশিরভাগ কম্পিউটারের সাথে সামাঞ্জস্যপূর্ণ। একবার এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে যদি ইন্সটল হয়ে যায় তবে আপনাকে কম্পিউটারে পূর্ণ স্ক্রিন ফর্মেটে মোবাইল অ্যান্ড্রয়েড গেমস খেলা সহ , সকল এন্ড্রয়েড অ্যাপ্স চালানোর অনুমতি প্রদান করে।
এই প্লেয়ারের মাধ্যমে মোবাইল গেমস খেলার ক্ষেত্রে গ্রাফিক্সের মানের কোন পরিবর্তন হবেনা। প্রকৃতপক্ষে, এখানে একটি বিষয়ের উন্নতি হয়েছে কারণ স্ক্রিনের আকার বড়। এই সফটওয়্যার ব্যবহারিক প্রয়োগগুলির মধ্যে একটি।

কিভাবে পিসিতে ব্লু স্ট্যাকস (Bluestacks) প্লেয়ারটি ডাউনলোড করবেন এবং ইন্সটল করবেনঃ 

এই সফটওয়্যারটি ব্যবহারের প্রক্রিয়াটি খুবই সহজ, এবং ডাউনলোড ও ইন্সটল করার জন্য কয়েকটি সহজ পদক্ষেপ রয়েছে-
১. প্রথম কাজটি হল এই সাইট থেকে ব্লু স্ট্যাকস (Bluestacks) ঝিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড ব্লু স্ট্যাকস (Bluestacks) ঃ ফাইল ডাউনলোড লিংক

২. দ্বিতীয় ধাপে নিচের ভিডিও লিংকে ক্লিক করে ইন্সটল করার সঠিক নিয়ম গুল দেখে দেখে ইন্সটল কমপ্লিট করে নিন।


ইউটিউব ভিডিও লিংকঃ 


৩.আপনার পছন্দের ব্রাউজারটিতে গিয়ে সার্চ বারে টাইপ করুন ব্লু স্ট্যাকস (Bluestacks)  লিখে । তারপর ব্লু স্ট্যাকস (Bluestacks) এর অফিসিয়াল সাইটে  ক্লিক করে প্রবেশ করুন।

৪. অফিসিয়াল সাইটে সবসময় সর্বশেষ আপডেটেড সফটওয়্যারটির ফাইল থাকে। সেখান ডাউনলোড ব্লু স্ট্যাকস (Bluestacks) এর উপর ক্লিক করে ডাউনলোড করে নিন।

অফিসিয়াল সাইট ব্লু স্ট্যাকস (Bluestacks) ঃ  সাইট লিংক ক্লিক 

৫. ব্লু স্ট্যাকস সফটওয়্যারটি ডাউনলোড করার পর ফাইল এর উপর ক্লিক করে ইন্সটল করে নিন।

৬. ইন্সটল করার সময় ড্রাইভ সিলেক্ট করে নিন । তারপর কিছুক্ষন অপেক্ষা করুন ইন্সটল শেষ হবার জন্য।
৭. সফটওয়্যারটি ইন্সটল শেষ হলে প্লেয়ারটি তে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা ভোগ করুন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলি ব্যবহার করতে গুগল প্লে স্টোরে জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নিন ।
জিমেইল আইডি খোলার নিয়মঃ জিমাইল আইডি লিংক

পরিশেষেঃ পিসির জন্য ফ্রি ব্লু স্ট্যাকস (Bluestacks) প্লেয়ারটি হল একটি উত্তম মাধ্যম যা দ্বারা মোবাইল গেমস খেলা সহ সকল অ্যান্ড্রয়েড অ্যাপ্স ব্যবহার করুন আপানাদের পিসিতে। এই সফটওয়্যারটি ইন্সটল করা সহজ, ব্যবহার করার সহজ এবং অনেক সম্ভবনার সাথে সামাঞ্জস্যপূর্ণ । চূড়ান্ত লক্ষ্যটি হল, কাঙ্ক্ষিত খেলা খেলতে ও সকল অ্যান্ড্রয়েড অ্যাপ্স ব্যবহার করতে কোন সমস্যা হওয়া উচিত নয়।


(Bluestacks) images: 

Blustacks 2

Bluestacks 2.5

Bluestacks



No comments

Theme images by sndrk. Powered by Blogger.