How to Set Up and Customize Your Channel

 How to Set Up and Customize Your Channel?

Creating On Youtube Allows You to Connet with viwers around the World. Creating Youtube Set Up and Customize Your Channel is really Important to give a professional look your Dream.
In this Video, I'will show You What You Need to know to start and grow a channel as a creator on Youtube. 
I'll Walk you through how to create a Youtube channel and How to Customize it with Personal branding like a profile picture and channel banner. 

How to Set Up and Customize Your Channel



আপনি কি একজন ইউটিউব ক্রিয়েটর হতে চাচ্ছেন।

সম্ভবত আপনি আপনার মেসেজ গুলো আপনার ভয়েসের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দিতে চাচ্ছেন।

অথবা আপনি মানুষদের শিখাবেন যে কি ভাবে কিছু করা যায়। 


সম্ভবত আপনি গেম, রূপচর্চা অথবা ফিটনেস এসব বিষয় সম্পর্কে ভাল জানেন। 

 অথবা আপনি আপনার জিবন সম্পর্কিত বিষয় বস্তু মানুষদের কাছে তুলে ধরতে চাচ্ছেন এবং একটি কমিউনিটি তৈরি করতে চাচ্ছেন।


আপনার প্যাশন যাই হোক না কেন !


আপনি ইউটিউব এ চ্যানেল তৈরি করার মাধ্যমে পৃথিবীর সকল ভিউয়ারসদের  সাথে কানেক্ট হতে পারেন। 




To Day I Show You Howe to Set Up And Customize Your YouTube Channel ? 

আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব শুরু করার জন্য কি জানা দরকার ।

এবং একজন ইউটিউব ক্রিয়েটর হিসেবে আপনারা আপনাদের চ্যানেলকে কি ভাবে গ্রো করবেন । 


প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি চ্যানেল। 


চ্যানেল ক্রিয়েট করতে যে সকল পদক্ষেপ গুলো নিতে হবে- 

প্রথমে ইউটিউব এ আপনাদের গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে।


সাইন ইন করার পর চ্যানেলের প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিতে হবে। 

যে কোন ভিডিও আপলোড করা, পোস্টে কমেন্ট করা, প্লে লিস্ট তৈরি করা ইত্যাদি। 


যদি আপনার কোন ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন কি ভাবে একটি চ্যানেল তৈরি করতে হয়। 


আর যদি আপনার অলরেডি কোন চ্যানেল থেকে থাকে এবং আপনি নতুন আর একটি চ্যানেল খুলতে চাচ্ছেন , 

তাহলে আপনি আপনার চ্যানেল এর যে আইকন টি আছে সেখানে চলে যাবেন এবং আইকনের উপর ক্লিক করবেন


তারপর চলে যাবেন সেটিংস অপশনে এবং ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল এ-


তারপর নতুন যে ইন্টার ফেসটি আসবে , আপনার চ্যানেল এর নাম লেখার, সেখান এ আপনি আপনার পছন্দ মত যে কোন নাম দিতে পারেন।


তবে এমন একটি নাম বাছাই করবেন যেন মনে রাখা সহজ হয়।


এবং আপনি যে বিষয় বস্তু দেখাতে চাচ্ছেন তা তুলে ধরবেন।


আপনার চ্যানেলটি তৈরি হয়ে গেলে আপনার পারসোনাল ব্রান্ডিং সহ আপনার চ্যানেল কাস্টমাইজেশন করার আনেক অপশন  থাকবে।


প্রথমেই আপনি আপনার প্রোফাইল পিকচারটি এড করতে পারবনে,


এই ছবিটা দেখাবে আপনার চ্যানেলের হোমপেইজে , 

আপনার ভিডিও গুলো থাকবে যে পেইজে এবং সকল কমেন্ট অপশনে।


সুতরাং আপনার চ্যানেল টি মানুষ দেখা মাত্রই যেন চিনে নিতে পারে যা আপনি চান।


আপনি আপনার চ্যানেল এ ব্যানার এড করতে পারেন, 


আপনার ব্যানারটি আপনার চ্যানেলের উপরের স্থানে দেখা যাবে, 

আপনার চ্যানেলটি কি সম্পর্কে তা এখানে আপনি দেখাতে পারেন,

এবং কেন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি তা ভিজুয়ালি দেখাতে পারেন, অথবা সংক্ষিপ্ত টুকিটাকি টেক্সটও দেখাতে পারেন,

আপনি কি ধরনের ভিডিও ও কন্টেন্ট তৈরি করতে চান তা হাইলাইট করতে পারেন এবং যদি আপনি নিয়োমিত ভিডিও আপলোড করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি আপনার ভিডিও গুলো আপলোড করার সিডুইলার গুলো ইনক্লুইড করতে পারেন।


একটি চ্যানেলের ট্রেইলার ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশন দর্শকদের বুঝাতে সহায়তা করে যে কেন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।


আপনার চ্যানেলটি যত বেশি সম্পূর্ণ হবে তত বেশি বুঝতে সুবিধা হবে দর্শকদের যে আপনি কি করবেন

এবং তারা আপানার চ্যানেলের ভিডিও দেখে কি উপভোগ করবেন।


ইউটিউব স্টুডিওর কাস্টমাইজেশন পেইজে এসে আপনি যে কোন কিছু এড করতে পারেন অথবা আপলোড করতে পারেন।


এখন আপনার চ্যানেলটি সেট উপ সম্পূর্ণ হয়ে গেলে

আপনি আপনার ভিডিও আপলোড শুরু করতে পারেন।


ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। 



YouTube Creators, YouTube best practices, YouTube updates, YouTube news, Customize your YouTube channel, How to Customize YouTube Channel Bangla, How to Customize YouTube Channel, Channel Customization, Channel Customize, youtube channel customize, Change Your Channel Layout, Setup Your YouTube Channel Layout, Customization, Customize, Setup, Setup Your Channel, Customize Your Channel, youtube customize channel, customize channel, channel layout, Radtech Imam, how to change youtube channel layout, channel editing, youtube channel editing, Bangla Tutorial, how to customize youtube channel, how to customize youtube channel bangla, channel customize, customize youtube channel, channel customization settings, customize your channel homepage, youtube channel home page customization,


No comments

Theme images by sndrk. Powered by Blogger.