Bangla General Knowledge update 2020

 

Bangla General Knowledge update 2020 

১। বঙ্গবন্ধুর বাড়ি কোন নদীর তীরে অবস্থিত ?

= টুঙ্গীপাড়া > বাইগার , আর গোপালগঞ্জ > মধুমতি ।
২। বাংলাদেশ ভবন কোথায় নির্মিত হচ্ছে ?
= শান্তি নিকতনে
৩।বঙ্গবন্ধুকে 1971 সালের কত তারিখে পাকিস্তান সরকার দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড রায় দেয়?
= 7 সেপ্টম্বর
৪। শেখ হাসিনাকে 'দেশরত্ন' উপাধিতে ভূষিত করেন -
=সৈয়দ শামসুল হক
৫। "শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু" উক্তি টি কার?
=ইন্ধিরা গান্ধী
৬। বঙ্গবন্ধু কখন রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন?
=25 জানুয়ারি 1975( চতুর্থ সংশোধনীর মাধ্যমে)
৭। দেশে বর্তমানে কতটি চিনিকল আছে
- ১৫ টি,
৮। বাংলাদেশে কোন সংসদ ছিল না কখন?
= ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত
৯। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় কবে ?
- ১ আগস্ট ২০১৭
১০। চীন ভারতের বিরোধপূর্ণ ডোকলামের অবস্থান কোথায় ?
- দ্রোমো অঞ্চলে
১১। জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—
=১ জানুয়ারি, ১৯৪২।(মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট)
১২। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
= ২ বছরের জন্য।
১৩. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য
নির্বাচিত হয়
=১ মাসের জন্য।
১৪। রূপকল্প ২০২১- এ লক্ষ্য কয়টি?
= ২২টি
১৫। দেশের সর্বোচ্চ উচ্চতার বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ভোধন করা হয়েছে কোথায়?
=কুয়াইশ, চট্টগ্রাম
১৬ । দেশের সরকারিভাবে চালু হওয়া আইনি সহায়তার হেল্পলাইন নম্বর -
=16430
১৭। সরকারি উদ্যোগে নির্মিত দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোথায়?
=মিরসরাই , চট্টগ্রাম
১৮। লুঙ্গি পরে বৃটিশ রানি এলিজাবেথের কাছ থেকে কুইন্স ইয়াং লিডার award গ্রহণ করেন কোন বাংলাদেশি?
=ওসামা নূর।
১৯। বাংলাদেশের একমাত্র রপ্তানির নির্ভর স্থল বন্দর কোনটি?
= আখাউড়া
২০। বিপ্লবের শহর বলা হয় -
=হোমস শহরকে
২১। USA এর প্রেসিডেন্ট পদের প্রাথী হতে হলে কত বছর সেখানে বসবাস করতে হয়?
=১৪ বছর
২২। নারীদের জন্য করমুক্ত আয়সীমা কত ?
= ৩,০০,০০০ টাকা
২৩। সম্প্রতি আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগদান করেছে কোন দেশ
= মরক্কো।
২৪। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল
= ৪০ টি ( সূত্র : প্রথম আলো ২৫/৮/১৭, )
২৫। বাংলাদেশে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের সর্বোচ্চ শাস্তি -
=4 বছর কারাদণ্ড
২৬। নেপালের কোন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সমর্থক ছিলেন?
=গিরিরাজা প্রাসাদ কৈরালা
২৭। দক্ষিণ সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতা কে?
= জন গারাং
২৮। বাংলাদেশের সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কত সালের?
=২০১০ আর নতুন কারিকুলাম > ২০১২
২৯। এফএম-90 কোন দেশের ক্ষেপণাস্ত্র?
=বাংলাদেশ
৩০। বিশ্ব প্রযুক্তির রাজধানী বলা হয় -
=সিউল, দঃ কোরিয়া
৩২। ফ্রিল্যান্সার কী?
=মুক্ত পেশাজীবী
৩৩। DSLR stands for-
=Digital Signal-Lens Reflex.
৩৪। ইপিআইয়ের অধীনে বর্তমানে শিশুদের কতটি টিকা দেয়া হয় ?
=১১ টি
৩৫। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে বেশি?
=সিলেট
৩৬। এবছর ঢাকায় অনুষ্ঠিত IPU'র 136 তম সম্মেলনে মোট প্রস্তাব পাশ হয় কতটি?
=18
৩৭। বিশ্বের কতিটি দেশে সাবমেরিন আছে?
=41 । সবচেয়ে বেশি আমেরিকায়
৩৮। বাংলাদেশ শততম টেস্টে কত উইকেটে জয়লাভ করে?
=4
৩৯ । জাতিসংঘ ঘোষিত বিশ্ব গণহত্যা দিবস কবে?
=9 ডিসেম্বর
৪০ । সার্কের ১৩ মহাসচিব এর নাম কী?
=আমজাদ হু‌সেইন বি সিয়াল ( সার্কের মহাসচিবের মেয়াদকাল ৩ বছর)
৪১। রামপালের বাণিজ্যক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে?
=২০২১
৪২। 2030 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ হবে?
=২৯ তম
৪৩। শিখা অম্লান ভাস্কর্যটি কোথায় অবস্থিত
- নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে।( আগারগাঁও)
৪৪। six party talks কী ?
=ইরান বিষয়ক পরমাণু আলোচনা ( P5 +1)
৪৫। সম্প্রতি বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের কে?
=রেজওয়ানা চৌধুরী বন্যা
৪৬। Extradition Treaty হল?
=অপরাধী প্রত্যর্পণ চুক্তি ( বাংলাদেশের সাথে এ ধরণের চুক্তি রয়েছে থাইল্যান্ড ও ভারতের সাথে )
৪৭। বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কী?
=নয়ন
৪৮। চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে কত সালে?
=2047 (হংকং কে ৫০ বছরের জন্য বৃটেনের কাছ থেকে নেয় তারা ১৯৯৭ সালে)
৪৯। বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল -(টাকায়)
=৭৮৬ কোটি টাকা
৫০ । বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সমঝোতা আছে কয়টি দেশের সাথে?
= ১৩টি
৫১। বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ" উক্তি টি-
=এডিবি'র
৫২। " বাংলাদেশ সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত" উক্তিটি কার?
=ডেভিড ক্যামেরন।
৫৩। দেশে টিভি চ্যানেলের সংখ্যা কত?
= অনুমোদিত > ৪১ । চালু রয়েছে > ২৬। সর্বশেষ > DBC
৫৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে?
= চীন
৫৫। বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
= সিঙ্গাপুর
৫৬। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু কত সালে ?
= ১৯৬০ । প্রথম তৈরি পোষাক রপ্তানি > ফ্রান্সে । বাংলাদেশের পোশাক শিল্পের পথিকৃৎ > নুরুল
৫৭ । সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের কত মানুষ জলবায়ু শরণার্থী হবে?
=৩ কোটি দেয়া।(সূত্র:ভূগোল ও পরিবেশ,নবম-দশম,পৃষঠা - ৭৬)
3.5 crore Source: IUCN(International Union for Conservation of Nature
দুটোই মনে রাখুন ।
৫৮। ২০১৭ সালের উয়েফার বর্ষসেরা ফুটবলার হলেন কে?
=ক্রিষ্টিয়ানো রোনালদো

No comments

Theme images by sndrk. Powered by Blogger.