Most Important Bangla General Knowledge 2020
Most Important Bangla General Knowledge 2020
১.দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক ঘাঁটি কোথায় নির্মিত হচ্ছে?
উঃ নোয়াখালীর স্বর্ণদ্বীপে (পূর্ব নাম: জাহাইজ্যার চর)
২.বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হিসাবে নির্বাচিত হয়েছে কোনটি?
উঃ পদ্মা
৩.কোন ব্যাথানাশক ওষুধকে সম্প্রতি সরকার মাদকদ্রব্য হিসাবে তালিকাভুক্ত করেছে?
উঃ টাপেন্টাডল
৪.বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কতৃক উদ্ভাবিত হাঁসের নাম কি?
উঃ BAU সাদা কালো
৫.দেশের কয়টা জেলা শতভাগ বিদ্যুৎয়ানের আওতায় এসেছে?
উঃ ৭ টি জেলা ; যথাঃ ঢাকা, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট ও মেহেরপুর ইত্যাদি।
৬.দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে কোথায়?
উঃ ঢাকা- মাওয়া মহাসড়ক
৭.দেশের কোথায় রেল জাদুঘর নির্মিত হচ্ছে?
উঃ সৈয়দপুর, নীলফামারী
৮.প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত?
উঃ মাদারীপুরের শিবচরে।
৯.বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উঃ খুলনা
১০.সম্প্রতি কোন শহর দেশের ব্যয়বহুল শহরের তালিকায় যুক্ত হয়েছে?
উঃ কক্সবাজার
১১.বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে?
উঃ খুলনা
১২.দেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী
১৩.২০২০ সালের বর্ষপণ্য নির্বাচিত হয়েছে কোন পণ্যটি?
উঃ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
১৪.'মৃত্যুঞ্জয়-৭১' স্মৃতিস্তম্ভ দেশের কোথায় অবস্থিত?
উঃ ঢাকার এয়ারপোর্ট রোড
১৫.দেশের প্রথম লোহার খনি আবিষ্কার হয়েছে কোন জেলাতে?
উঃ ইসবপুর, হাকিমপুর, দিনাজপুর
১৬.ভারতে 'বাংলাদেশ টেলিভিশন' যাত্রা শুরু করে - ২ সেপ্টেম্বর ২০১৯ এবং বাংলাদেশ বেতার যাত্রা শুরু করে: ১৪ জানুয়ারি ২০২০
১৭.মেহেরপুরের মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত ২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নাম কি?
উঃ "স্বাধীনতা সড়ক"
১৮.বিশ্বের উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?
উঃ ৮৬% ; দেশের মোট মাছের ১২% আসে ইলিশ থেকে।
১৯.বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ খুরুশকুল আশ্রয়ণ, কক্সবাজার
২০.মুক্তিযুদ্ধভিত্তিক সর্ব্বোচ উচ্চতার ভাস্কর্যের নাম কি?
উঃ 'বীর' (অবস্থিত - নিকুঞ্জ,ঢাকা)
২১.ADB'র গত সেপ্টেম্বরে প্রকাশিত সুখ সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ ২৬তম (৩০টি দেশের মধ্যে); শীর্ষে - তাইপে, সর্বনিম্ন- আফগানিস্তান।
২২.পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তিতে সম্প্রতি কোন দেশ ৫০তম দেশ হিসেবে অনুমোদন করেছে?
উঃ হন্ডুরাস
২৩.ফর্মুলা ওয়ানের ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার কে?
উঃ লুইস হ্যামিল্টন।সম্প্রতি তিনি ৯২টি শিরোপা জিতে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখারকে ছাড়িয়ে গেছেন।
২৪. ‘Basic Exchange and Cooperation Agreement (BECA)’ কোন দুই দেশের মধ্যকার ভূস্থানিক সহযোগিতামূলক চুক্তি?
উঃ যুক্তরাষ্ট্র ও ভারত। চুক্তি সম্পাদন - ২৭ অক্টোবর, ২০২০
২৫.তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা এবং এর মিত্রদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উঃ ওপেক প্লাস
২৬.বাংলাদেশের সিলিকন ভ্যালি হিসেবে বিবেচিত যশোর হাইটেক পার্ক কবে চালু হয়?
উঃ ২০১৭ সালে।সিলিকন ভ্যালি - যুক্তরাষ্ট্রের এই স্থানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে ওঠেছে।
২৭.সাকিব আল হাসানের ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হয়?
উঃ ২৮ অক্টোবর, ২০২০. আইসিসির দুর্নীতি দমন আইনের ২.৪.৪ ধারা ভাঙ্গার কারণে ২০১৯ সালের ২৯ অক্টোবর তাঁকে সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
২৮.শেখ হাসিনা সেনানিবাস’ কোথায় অবস্থিত?
উঃ লেবুখালী, পটুয়াখালী।এটি দেশের ৩১তম সেনানিবাস।
২৯.দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বেকারত্বের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে?
উঃ ৩.১ শতাংশ।
৩০.United Nations Conference on Trade and Development (UNCTAD) এর প্রাক্কলন অনুযায়ী, দেশে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কত শতাংশ কমেছে?
উঃ ১৯ %; ১৯ শতাংশ কমে বর্তমান এফডিআই - ১১৬ কোটি ৪৩ লাখ ডলার।
৩১.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স কত?
উঃ ৩৫ বছর। অন্যান্য যোগ্যতার মধ্যে আছে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে।
৩২.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অতিথিশালার নাম কী?
উঃ ব্লেয়ার হাউস।
ক.সরকারি গাড়ি - দ্য বিস্ট।
খ. সরকারি বিমান - এয়ার ফোর্স ওয়ান।
গ.সরকারি হেলিকপ্টার - মেরিন ওয়ান।
ঘ.সরকারি নিরাপত্তা বাহিনী - সিক্রেট সার্ভিস।
৩৩.২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের নাম কী?
উঃ ক্রিস্টিয়ান কোলম্যান, যুক্তরাষ্ট্র।
৩৪.বিশ্বব্যাংকের মতে, করোনাকালেও বাংলাদেশে প্রবাসী আয় কত শতাংশ বাড়বে?
উঃ ৮ শতাংশ।
ক.রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে অবস্থান হবে - ৮ম (শীর্ষে থাকবে - ভারত)।
খ.২০২০ সালে এই আয় দাঁড়াবে প্রায় ২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় - ১ লাখ ৭০ হাজার কোটি টাকা)।
৩৫.করোনা সংকটে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে এসেছেন?
উঃ সৌদি আরব (প্রায় ৬১ হাজার)
৩৬.সম্প্রতি দেশের কোথায় ‘ইন্দিরা মঞ্চ’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে?
উঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
৩৭. করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে?
উঃ ২১টি। প্রণোদনা প্যাকেজের আর্থিক মূল্য - ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা।
৩৮.সম্প্রতি দেশের কোন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পুরস্কার জিতেছে?
উঃ সিটি ব্যাংক লিমিটেড।
৩৯.মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে?
উঃ ৪.৩ শতাংশ। ২০২১ সালে প্রবৃদ্ধি হবে - ২.২ শতাংশ।
৪০.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ৮ নভেম্বর, ২০২০
৪১.দেশে কবে ‘জাতীয় সমবায় দিবস’ উদযাপিত হয়?
উঃ ৭ নভেম্বর।২০২০ সালে পালিত হলো ৪৯তম ‘জাতীয় সমবায় দিবস’।
৪২.ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর ১৩তম আসরে কোন দল চ্যাম্পিয়ান হয়েছে?
উঃ চ্যাম্পিয়ান- মুম্বাই ইন্ডিয়ানস; রানার্সআপ- দিল্লি ক্যাপিটালস
৪৩.কোন বাংলাদেশি কিশোর ‘শিশুদের নোবেল’ খ্যাত ২০২০ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছেন?
উঃ সাদাত রহমান, নড়াইল
৪৪.২০২০ সালের ‘জি-২০ সম্মেলন’ এর স্বাগতিক দেশ কোনটি?
উঃ সৌদি আরব
৪৫.বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
উত্তরঃ ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)’ চুক্তি স্বাক্ষর - ১৫ নভেম্বর, ২০২০.
৪৬.সত্যজিৎ রায়ের ‘অপু’ খ্যাত বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কবে প্রয়াত হন?
উঃ ১৫ নভেম্বর, ২০২০; জন্মঃ ১৯ জানুয়ারি, ১৯৩৫
৪৭.২০২০ সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি?
উঃ অ্যাপল, যুক্তরাষ্ট্র।দ্বিতীয় সেরা - অ্যামাজন, যুক্তরাষ্ট্র; তৃতীয় সেরা - মাইক্রোসফট, যুক্তরাষ্ট্র।
৪৮.বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে?
উঃ ১৭ নভেম্বর, ২০২০
৪৯.নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে?
উঃ ২০২৬ সালে
৫০.নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উঃ নানাইয়া মাহুতা।
No comments