Bangla General knowledge

General knowledge :

হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য:

১। ওআইসি'র নবনির্বাচিত মহাসচিব চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইসরাহিম তাহা।
২।৫০ তম বিশ্ব অর্থনৈতিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হবে দাভোস,সুইজারল্যান্ড।
৩।২০২০ সালের মানব সম্পদ সূচকে প্রথম অবস্থানে সিঙ্গাপুর।
৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১২৩ তম।
সূত্রঃ বিশ্ব ব্যাংক

৪।আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে
  • আইসিসির বর্তমান পূর্ণ সদস্যদেশ ১২
  • সহযোগী সদস্য ৯২টি যার মধ্যে ওডিআই স্টেটাস পেয়েছে ৮টি দেশ।
  • আইসিসি প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে।
  • আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতে।
৫। সর্বশেষ 'FIFA' র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উঃ ১৮৪তম; শীর্ষ দেশ -বেলজিয়াম

৬। আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবনের নাম - কাসা রোসাদা

৭।Global Terrorism Index (GTI)- ২০২০
শীর্ষ সন্ত্রাসী দেশ-) Afghanistan, ! বাংলাদেশ ৩৩তম
Global Peace Index-২০২০
শীর্ষ শান্তির দেশ-আইসল্যান্ড ।বাংলাদেশ ৯৭তম।১৬৩টি দেশ নিয়ে এই জরিপ প্রকাশ করে Institute of Economics and Peace (IEP)

৮।বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘের তিনটি অঙ্গ সংস্থা UNDP, UNFPA এবং UNOPS এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।

৯।বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান ১১৬ তম।
শীর্ষস্থানে সুইজারল্যান্ড।

১০। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)- এর বর্তমান সদস্য সংখ্যা-১৭২ ।
সর্বশেষ কমোরোস।

১১।বিশ্বে সবচেয়ে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের দেশ লিশটেনস্টাইন
এবং সবচেয়ে কম গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের দেশ দক্ষিণ সুদান।

১২. আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত রহমান

১৩। নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে ২টি আধুনিক জরিপ জাহাজ
- দুটি জরিপ জাহাজ 'দর্শক' ও 'তল্লাশী'

১৪।অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫।
সূত্র- জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ।

১৫।আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্যকে জাতিসংঘের "Peace medal " এ ভূষিত করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ।
সূত্র: বিবিএস

১৬।স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

১৭।আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (International Monetary Fund, IMF) এর ১৯০তম সদস্য হল অ্যান্ডোরা (ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্র রাষ্ট্র)।

১৮। যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে ১৫ দেশর নতুন বাণিজ্য জোট
এশিয়া ও ওশেনিয়ার অঞ্চলের ১৫টি দেশ মিলে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ গঠনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের সাইডলাইন থেকে আজ এই জোট গঠনের ঘোষণা এসেছে।
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে প্রায় সব দেশের অর্থনীতি যখন নজিরবিহীন সংকটের মুখে তখন যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে নতুন এই বাণিজ্য জোট তৈরি হলো। জোটে আসিয়ানের ১০ সদস্য(MTV FILM BCS) রাষ্ট্রের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ভারত জোটের বাইরে থাকলেও দেশটির জন্য দরজা খোলা রাখা হয়েছে নতুন বাণিজ্য চুক্তিতে।
রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নামে নতুন এই জোটের অর্থনীতির আয়তন বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশ। ফলে, এই চুক্তি বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে।
যুক্তরাষ্ট্র-ক্যানাডা এবং মেক্সিকোর মধ্যে যে মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে সেটি বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও এশিয়ার নতুন এই বাণিজ্য অঞ্চলটির পরিধি বড় হবে।

No comments

Theme images by sndrk. Powered by Blogger.